
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিয়ে সিলেটে শিক্ষা সফরে আসা বিআরটিসি পরিবহনের একটি বাস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সিলেট ওসমানী বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজ এলাকায় বাসটি আগুনে পুড়ে যায়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রথমে বাসটি থেকে পোড়া দুর্গন্ধ পেয়ে চালক ঢাবি শিক্ষার্থীদের নামিয়ে দেন। তারা নেমে যাওয়ার পরই বাসে আগুন ধরে যায়। এখন পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি আগুনে পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে সিলেটে কর্মবিরতি চলছে। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবহন শ্রমিকদের সঙ্গে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বৈঠক চলছিল। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মবিরতি পালনকারীরা বাসে আগুন দিয়েছে মর্মে প্রচার হলেও পুলিশ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন লেগেছে।
Posted ২:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin