
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ৯/৬ শতাংশ সুদহার ভালোভাবেই চলছে। আমাদের মতো দেশে সুদহার বাড়িয়ে বা কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন। আমরা মনিটারি পলিসি মাধ্যমে এই কাজটা করে থাকি।
আজ বুধবার ক্রয় সংক্রান্ত কমিটির মিটিং শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ‘বিশ্বের বিভিন্ন দেশে সুদহার বাড়ানো হচ্ছে। বাংলাদেশে এটা বাড়ানো হবে কিনা’- এমন প্রশ্নের উত্তরে তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেন।
ডলারে দাম নিয়ে অর্থমন্ত্রী বলেন, এটি বাজারের চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে। টুপে অর টুমেরো আমরা বাজারের ওপর ডলারের দাম ছেড়ে দেব। আমরা উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছি। তাই উন্নত দেশের মতো বাজারের ওপর ডলারের দাম আমরা ছেড়ে দেব।
‘আমাদের রিজার্ভ কমে আসছে। রিজার্ভ ক্রমান্বয়ে কমে আসা ঠেকানোর জন্য আরো কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা’- এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘এখন আমাদের অবস্থা ভালো। আমাদের রপ্তানি বাড়ছে। রেমিট্যান্স খুব ভালো অবস্থানে রয়েছে। প্রতিমাসেই প্রবাসী আয় বাড়ছে। একসময় আমাদের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছিল।’ রেমিট্যান্স ও রপ্তানির এ ধারা অব্যাহত থাকলে আবারও রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin