
জবি প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের মাটিতে লম্বা প্রস্তুতিতে দুই ম্যাচেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ফুটবলাররা।
প্রতিপক্ষের অবস্থান বিশ্লেষণে ১৯ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামালদের লাল সবুজ বাহিনীরা। সদ্যঘোষিত ২৩ সদস্যের দলে যায়গা পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফুটবল দলের গোলকিপার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী মাহফুজ হাসান প্রিতম।
এর আগেও প্রিতম বয়স ভিত্তিক দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছে।বাংলাদেশ প্রিমিয়ার লিগে একাধিক দলে খেলে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। বর্তমানে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর লিমিটেডের গোলবার সামলাচ্ছেন এই বিশ্বস্ত সেনানী। ২০১৯-২০ মৌসুমে খেলেছেন মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রে তাছাড়া আরামবাগ ক্রীড়া চক্রে খেলার অভিজ্ঞতাও আছে তার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক(শারীরিক শিক্ষা) গৌতম কুমার দাস এর বলেন ” বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ এ অংশগ্রহণ করা শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভার প্রিতম এর ব্যাপারটি উঠে আসে।
প্রিতম জাতীয় দলে চান্স পাওয়ায় আমরা খুব খুশি। আশা করছি সে দলে সুযোগ পেয়ে ভালো কিছু করে দেখাবে।সে দলে ভালো পারফর্মমেন্স করে ফিরে আসলে তাকে সংবর্ধনা দেওয়া হবে।” জবি শিক্ষার্থী প্রিতম জাতীয় দলে সুযোগ পাওয়ায় খুশিতে মাতোয়ারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই ফেসবুকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। সবার আশা প্রিতম একদিন দেশসেরা খেলোয়াড় হয়ে নিজের পাশাপাশি দেশের ও নিজ বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।
বাংলাদেশ দল: গোলকিপার: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, মাহফুজ হাসান প্রিতম। রক্ষণভাগ: ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, কাজী তারিক, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, ইসা ফয়সাল, রহমত মিয়া।
মাঝমাঠ: মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, জামাল ভূঁইয়া, রাকিব হাসান, আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। আক্রমণভাগ: সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, সাজ্জাদ হোসেন
Posted ৫:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin