
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
মালয়েশিয়ার এক বাণিজ্যিক অনুষ্ঠানের মঞ্চে তাইওয়ানের সুন্দরী প্রতিযোগীকে দ্বীপটির পতাকা ওড়াতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। চীনের পরামর্শেই আয়োজকেরা ওই প্রতিযোগীকে একাজে বাধা দিয়েছে বলে বুধবার অভিযোগ করে তাইপে।
তাইওয়ানী কর্তৃপক্ষ বলেছে, গত মঙ্গলবার উদ্ভাবন ও প্রযুক্তি বিষয়ক বিশ্ব কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দরী প্রতিযোগীরা মঞ্চে নিজ নিজ দেশের পতাকা দোলাচ্ছিলেন। তখন বাধা দেওয়ার কারণে মিস তাইওয়ান কাও ম্যান-জাংকে কাঁদতে দেখা যায়।
স্বশাসিত দ্বীপটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘চীনের চাপে মালয়েশিয়ার আয়োজকেরা কাওকে ম্যান জাংককে মঞ্চে আমাদের জাতীয় পতাকা তুলে ধরতে বাধা দেয়। তাই আয়োজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য মালয়েশিয়ায় তাইপের প্রতিনিধি অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
স্বশাসিত গণতান্ত্রিক দ্বীপ তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ মনে করে বেইজিং। তাই তারা তাইওয়ানের কোন আন্তর্জাতিক স্বীকৃতিতে অসন্তোষ প্রকাশ করে। কোনো আন্তর্জাতিক অনুষ্ঠানে তাইওয়ানের পতাকা দেখলে চীন প্রতিক্রিয়া দেখায়।
Posted ৪:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin