
নগর প্রতিবেদকঃ | শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
পুরো নাম তার প্রসেনজিত কুমার রক্ষিত , দেশের বাড়ী কিশোরগঞ্জ, থাকেন পল্লবীতে, পরিচয় দেন বিআরটিসির ইজারাদার হিসেবে। ভেনাস ট্রান্সপোর্ট নামে রয়েছে তার ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ট্রেড লাইসেন্স ধারি পরিবহন ব্যাবসা। এটা আসলে তার উপরের পরিচয়, ভেতরে রয়েছে এক ভয়াবহ প্রতারক চরিত্র। সরকারি মালিকানাধীন বিআরটিসির গাড়ী দেয়ার নাম করে দেশের বিভিন্ন প্রান্তে পরিবহন ব্যাবসায়ীদের জন্য ফাদ পাতেন তিনি, রোড ও গাড়ীর বর্ণনা ভেদে একেক জনের কাছ থেকে একেক রকম জামানত গ্রহন করেন ।
তারপরি শুরু হয় তার প্রতারনা। জামানতের অর্থ হাতে পাবার পরেই খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। বিভিন্ন সমস্যার কথা বলে কোন গাড়ী বরাদ্ধ না দিয়ে শুরু হয় তার টালবাহানা। এক সময় আটকে গেলে দেন বিভিন্ন ব্যাংকের চেক। টাকা ফিরিয়ে দেবার জন্য দেন ডেটের পরে ডেট। এমনি বেশ কিছু অভিযোগ জমা পড়ে তার নামে আমাদের কাছে। এ নিয়ে তথ্য অনুসন্ধ্যানে অভিযোগের সত্যতা পেয়েছে আমাদের টিম।
এমনি এক অভিযোগ কারী রাজধানির উত্তরার আব্দুল্লাহপুরের পরিবহন ব্যাবসায়ি শফিকুল ইসলাম রইচ। তিনি অভিযোগ করেন বিআরটিসির ইজারাদার পরিচয় দেয়া রক্ষিত জয় আব্দুল্লাহপুর থেকে ময়মনসিংহ রোডে চালানোর জন্য গাড়ী দেবার নাম করে তার কাছ থেকে নিয়েছেন ১৮ লক্ষ টাকা। আজ প্রায় ৩ বছর হয়ে গেছে কিন্তু গাড়ী দেবার নাম নেই। টাকাও ফেরত দিচ্ছেন না। নানান টালবাহানা করে সময় নিচ্ছেন শুধু। রইচ জানান শুধু তার কাছ থেকে নয় তার মত আরো কজনের কাছ থেকে প্রায় কোটি টাকা প্রতারনা করে জয় এখন তাদের হুমকি দিচ্ছেন। ভয়ভীতি দেখাচ্ছেন।
আমাদের টিমকে রইচ দেখান তার হাতে থাকা ডকুমেন্টস, টাকা নেবার বিপরিতে দেয়া তার ১০ লাখ টাকার চেক ও একটি জমির দলিল এবং তার সাথে বলা অসংখ্য কল রেকর্ড শুনান।
এ বিষয়ে জানতে জয়ের মুঠোফোনে বারবার কল দেয়া হলেও সে রিসিভ করেনি। ম্যাসেজ করা হলেও তার উত্তর দেয়নি।
Posted ৩:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin