
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
প্রাচীন ইংল্যান্ডের মারসিয়া অঞ্চলের শাসক ছিলেন রাজা ওফফা। তিনি ৭৫৭ থেকে ৭৯৬ খ্রিস্টাব্দ শাসন করেন। তিনি তাঁর সমসাময়িক আব্বাসীয় খলিফা আল-মানসুরের (৭৫৪-৭৭৫ খ্রিস্টাব্দ) স্বর্ণমুদ্রা দিনারের অনুলিপি তৈরি করেন। রাজা ওফফার তৈরি একটি মুদ্রা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। যার একদিকে লেখা আছে ‘আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল’ এবং অন্যদিকে লেখা আছে ‘ওফফা রেক্স’। তবে মুদ্রাটিতে আরবি বর্ণমালা অঙ্কনে যথেষ্ট ত্রুটি লক্ষ্য করা যায়। ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত মুদ্রাটি নথিভুক্ত হয় রোমের একটি বিক্রয়কেন্দ্রে। ধারণা করা হয়, মুদ্রাটি সেখানেই আবিষ্কৃত হয়েছে এবং রাজা ওফফা স্বর্ণমুদ্রাটি হয়তো পোপকে উপহার হিসেবে পাঠিয়েছিলেন। কেননা তিনি প্রতিবছর পোপকে ৩৬৫ স্বর্ণমুদ্রা পাঠানোর অঙ্গীকার করেছিলেন। রাজা ওফফা হয়তো মুসলিম অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সহজ করতে মুদ্রাটি চালু করেছিলেন।
ছবি ও তথ্য : ব্রিটিশ লাইব্রেরি ও ডেইলি স্টার ইউকে
Posted ৩:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin