
নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পরীক্ষা কেন্দ্রে ম্যাজিস্ট্রেট আসার খবর শুনে পালিয়ে গেছেন এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সাত পরীক্ষার্থী।
শনিবার উপজেলার আবাদ তাকিয়া ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।
তিনি বলেন, ভুয়া রেজিস্ট্রেশন কার্ড দিয়ে কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন বলে আমরা জানতে পারি। বিষয়টি যাচাইয়ের জন্য আমরা আবাদ তাকিয়া ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে যাই। কেন্দ্রে যাওয়ার আগেই পালিয়ে যান অভিযুক্ত সাত শিক্ষার্থী।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা আরো বলেন, অভিযুক্তদের না পেলেও ভুয়া রেজিস্ট্রেশন কার্ডসহ তাদের কাগজ নিয়ে এসেছি। তারা আর এ বছর পরীক্ষা দিতে পারবেন না। রোববার প্রতিষ্ঠানটির প্রধানকে ডাকা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Posted ৪:০৯ অপরাহ্ণ | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin