
নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
কুমিল্লার মুরাদনগরে প্রাইভেটকারের ধাক্কায় মোতালিব নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাখরাবাদ গ্যাসফিল্ডের মাঝামাঝি নতুন বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালিব ওই উপজেলার রায়তলা গ্রামের আবু তাহেরের ছেলে।
জানা যায়, বাখরাবাদ গ্যাসফিল্ডের মাঝামাঝি গায়গায় নতুন বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে প্রাইভেটকার ধাক্কায় গুরতর আহত হন মোতালিব। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান মোতালিব।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রাইভেটকারের ধাক্কায় আহত হয়ে কুমেক হাসপাতালে নেয়ার পথে মারা যান মোতালিব। খোঁজ খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।
Posted ৫:০১ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin