
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ১০ দিন হতে চলল। এখনো চলছে তার অন্ত্যেষ্টিক্রিয়া। এরই মধ্যে লাখ লাখ মানুষ এসে তাকে শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। ইংল্যান্ডের বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহ্যামও গিয়েছিলেন রানির প্রতি শ্রদ্ধা জানাতে, তার জন্য প্রায় ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাকে। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।
শ্রদ্ধা জানাতে ডেভিড বেকহ্যামকে ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও তিনি ছিলেন রাজপরিবারের খুবই কাছের একজন। প্রায়ই ব্রিটিশ রাজপরিবারের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। এমন একজন লোকের ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার খবরে অবাক হচ্ছেন অনেকে। স্বয়ং বেকহ্যামের কেমন অনুভূতি হয়েছে?
মার্কাকে সাবেক ফুটবলার বলেন, ‘আমরা সবাই সেখানে (শ্রদ্ধা জানাতে) যেতে চাই। সবাই চায় এমন একটা দিনের সাক্ষী হতে। এটা অংশগ্রহণমূলক একটা ব্যাপার। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, কি কারণে এখানে এসেছি। আমি যখন খেলোয়াড় হিসেবে মাঠে জাতীয় সংগীত গাইতাম, তখন রানির দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করতাম।’
গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা ব্রিটেন। ঘোষণা করা হয়েছে দশদিনের রাষ্ট্রীয় শোক। রানির শেষকৃত্য সম্পন্ন হবে সোমবার (১৯ সেপ্টেম্বর)। সেদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে।
Posted ৬:২০ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin