
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
নোয়াখালীর হাতিয়াতে রাস্তা থেকে তুলে নিয়ে ছয় বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে তামিম নামে এক যুবকের বিরুদ্ধে।
শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযুক্ত তামিম উপজেলার ১নং হরণী ইউনিয়নের সিরাজ উদ্দিনের ছেলে।
হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হরণী ইউনিয়নের ৬ বছর বয়সী শিশুকে জোরপূর্বক তুলে নেয় তামিম। পরে বাড়ির পাশে একটি মাদরাসার টয়লেটে নিয়ে বলাৎকার করেন তামিম। বিষয়টি জানাজানি হলে এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে তামিমকে আসামি করে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যানত দমন আইনে মামলা করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Posted ৪:১১ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin