
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ভাগ্যের জোরে অনেক কিছুই ঘটে মানুষের জীবনে। এবার বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন এক মোটরসাইকেল আরোহী। তাও একবার নয়, কয়েক সেকেন্ডের ব্যবধানে দুবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভারতের দিল্লি পুলিশের এক ভিডিওতে দেখা গেছে এমন ঘটনা।
ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি মোটরসাইকেলে করে যাওয়ার সময় রাস্তায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। ফলে মোটরসাইকেল সোজা গিয়ে আঘাত করে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে। মাথায় হেলমেট থাকার জন্য বেঁচে যান তিনি। কিন্তু পরক্ষণেই আরো একবার বিপদের মুখে পড়েন তিনি। তার মাথায় ভেঙে পড়ে আস্ত একটি লাইট পোস্ট। কিন্তু এতেও কিছু হয়নি ওই ব্যক্তির।
বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট করার পর এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ তা দেখেছে।
সূত্র : জি নিউজ।
Posted ৪:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin