
| রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার কসব-নূরুল্যাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী বনকুড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ জানান, সকালে বনকুড়া গ্রামের পাশ দিয়ে যাওয়া আত্রাই নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
Posted ৭:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin