
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজবার দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে আগামী নভেম্বর। তার দায়িত্বের মেয়াদ না বাড়লে অবসর নেবেন কামার জাভেদ। এ সময় নতুন সেনাপ্রধান নিয়োগ দেবেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
ইমরান খানের পদত্যাগের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেহবাজ শরিফ। দায়িত্ব নেয়ার পর এবার সেনাপ্রধান নিয়োগের সিদ্ধান্ত নেবেন তিনি। পাশাপাশি চীন সফরের পরিকল্পনাও রয়েছে তার।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজবা আগামী নভেম্বরে অবসর নেবেন। এরপর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নভেম্বরে নতুন সেনাপ্রধান নিয়োগ দেবেন।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফর করবেন প্রধানমন্ত্রী। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শরিফকে মস্কো সফরের আমন্ত্রণ জানান।
ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদে খারিজ হওয়ার পর রাজনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি হয় পাকিস্তান। সংসদের অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার কাসিম খান সুরি অনাস্থা ভোটের প্রস্তাব খারিজ করে দেন। কিন্তু বিরোধীরা স্পিকারের এ সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেন। পরে তারা সংসদে পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেন।
সূত্র- হিন্দুস্তান টাইমস।
Posted ৭:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin