
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
অবসর নেওয়ার পর আরাম-আয়েশে সময় কাটানো হলো না প্রৌঢ় ভদ্রলোকটির। সমস্যাটা বিরক্তিকর, বলতেও পারছেন না কাউকে। রাতের ঘুম নষ্ট? বারবার প্রকৃতির ডাক আর তাতে সাড়া দিয়ে বারবার টয়লেটে। কতক্ষণ চেপে রাখা যায় এই সমস্যা? শেষমেশ ডাক্তারের কাছে যেতে হতে হলো।
পরীক্ষা করে দেখা গেল, প্রস্টেট বড়। রক্তের একটি পরীক্ষা—পিএসএ। সীমার চেয়ে একটু বেশি। তাই ডাক্তার ডিআরইও করলেন। বেড়েছে তবে ভয়ের কিছু নাই।
আখরোট থেকে সামান্য বড় পুরুষের এই প্রস্টেট গ্রন্থি। পুং-জনন গ্রন্থি। ওজন ৭-১৬ গ্রামের মধ্যে। মূত্রথলির ঠিক নিচে আর মূত্রনালির চারপাশ ঘিরে এটির অবস্থান। তৈরি করে প্রস্টেট ফ্লুইড। ঘন সাদাটে এই তরল শুক্রাণু বহন করতে সাহায্য করে। বীর্যের ৩০ শতাংশ হলো প্রস্টেট ফ্লুইড। বয়স বাড়লে এটির কাজের ক্ষমতা কমতে শুরু করে। বড় হতে থাকে গ্রন্থি। বেশির ভাগ ক্ষেত্রে এমন বৃদ্ধি নিরীহ, মারাত্মক কিছু হয় না।
সমস্যা
♦ গ্রন্থি ঠিক মূত্রথলির নিচে বলে মূত্রথলির বাইরের পথে হয় অবরোধ
♦ গ্ল্যান্ড মূত্রনালির চারপাশে বলে মূত্রনালির নিচের অংশে হয় সংক্রমণ
♦ অনেক সময় হয় ক্যান্সার। তাই চেকআপ করা, সচেতন থাকা উচিত।
♦ প্রস্রাব চেপে রাখা কষ্ট। ধারা হয় ক্ষীণ। প্রস্রাবের তাগিদ। চুয়ে পড়ে মাঝেমধ্যে
সাবধানতা
♦ নিয়মিত চেকআপ করতে হবে
♦ ডিজিটাল রেক্টাল এক্সাম। রক্ত পরীক্ষা পিএসএ
♦ চিকিৎসা মানে সার্জারি নয়। তাই ভয় পেয়ে রোগ গোপন করা উচিত নয়
করণীয়
♦ বাথরুমে গেলে মূত্রথলি পুরো খালি করুন। পরে তাহলে দ্রুত তাগিদ হবে না
♦ ডাক্তারকে জানান কী কী ওষুধ খান। অনেক সময় এ জন্যও বারবার প্রস্রাব হতে পারে
♦ বিকেলে তরল পান কম করুন
♦ চা-কফি পান নয়
Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin