
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
লন্ডনের হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিকিয়ার কারণে সোমবার অন্তত ১৫ শতাংশ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে।
হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার সময় লন্ডনের আকাশ যেন শান্ত থাকে, তা নিশ্চিত করার জন্য এটি করা হচ্ছে।
সেজন্য বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। তার মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজের ১০০ ফ্লাইট এবং ভার্জিন আটলান্টিকের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রানির শেষকৃত্যের পর দুই মিনিটের জন্য নিরবতা পালন করা হবে। ওই সময়ের আগে এবং পরে সমস্ত উড্ডয়ন ও অবতরণ ১৫ মিনিটের জন্য বিলম্বিত হবে।
সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এক বিবৃতিতে তারা জানিয়েছে, রানির প্রতি সম্মানের জন্য সোমবার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে শব্দের ব্যাঘাত এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) নির্দেশিকা জারি করে জানিয়েছে, যেসব বিমান যাত্রীদের ফ্লাইট সোমবার হিথ্রু বিমানবন্দরের শিডিউল পরিবর্তনের কারণে বাতিল বা বিলম্বিত হবে, তারা আইনগতভাবে আর্থিক ক্ষতিপূরণ পাবেন না।
তবে যাত্রীরা চাইলে টিকিটের মূল্য ফেরত কিংবা পুনরায় টিকিট বুকিংয়ের সুবিধা নিতে পারবেন।
সূত্র: বিবিসি।
Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin