মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কত ঘন ঘন চুল ধোয়া উচিত?

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

কত ঘন ঘন চুল ধোয়া উচিত?

তৈলাক্ত চুল সব সময় খারাপ এমন নয়। আপনার মাথার ত্বকে যে সিবাম তৈরি হয় তা স্বাস্থ্যকর, চকচকে চুলের জন্য অত্যাবশ্যক। সিবাম হলো প্রাকৃতিক তেল। যা নিজে থেকেই চুলের গোড়ায় তৈরি হয়। এই প্রাকৃতিক তেল যদি আপনি নিয়মিতভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলেন তাহলে আপনার চুল নিস্তেজ এবং শুষ্ক হয়ে পড়বে। চুলে স্টাইল করাও কঠিন হয়ে পড়ে। বেশীরভাগ মানুষের প্রতিদিন আসলে চুল ধোয়ার দরকার নেই। আপনার চুল কত ঘন ঘন ধোয়া উচিত তা বেশ কয়েকটি কারণের উপর নির্ভর করে। যুক্তরাষ্ট্রের সিয়াটল ভিত্তিক ডার্মাটোলজিস্ট এলিজাবেথ হিউজের মতে, কত ঘন ঘন চুল পরিষ্কার করা উচিত? এর মৌলিক উত্তর হল, বেশি তৈলাক্ত হয়ে গেলে এবং স্পর্শে অপরিষ্কার বোধ করলে চুল ধুয়ে ফেলতে হবে। ঘন ঘন চুল ধুতে প্রভাবিত করে যে বিষয়গুলো,

**তেল

 

তেল হলো চুলে ময়লা ধরে রাখার মূল উপাদান। চুলে তেল দিয়ে বাইরে গেলে তেলের কারণে ময়লা সহজেই আটকে যায়। আবার আপনার চুল যদি প্রাকৃতিকভাবেই খুব তৈলাক্ত হয় অর্থাৎ সিবাম বেশি পরিমাণে উপন্ন করে তাতেই চুলে ময়লা জমে যাবে। সিবাম কী পরিমানে উপন্ন হয় এটা আসলে নির্ভর করে বয়স, পরিবেশ, পুরুষ বা নারী এবং জেনিটিক্স এর ওপর। শিশু এবং বৃদ্ধদের  খুব বেশি সিবাম তৈরি হয় না।

ডার্মাটোলজিস্ট এলিজাবেথ হিউজের মতে, এমন কিছু মানুষ আছে যাদের চুল খুব ভঙ্গুর এবং ধোয়ার কারণে সহজেই ক্ষতিগ্রস্থ হয়। তারা প্রতি সপ্তাহে এক বারই তাদের চুল ধুতে চাইবে। কিছু মানুষ প্রতিদিন তাদের চুল ধুতে পারে কারণ তাদের চুলের গোড়ায় বেশি পরিমাণে তেল উৎপন্ন হয়। তবে হিউজের মতে এমন মানুষ কমই পাওয়া যাবে। বেশিরভাগ মানুষের মাথায় যে পরিমান তেল উপন্ন করে তাতে দুই দিন পর পর  চুল ধোয়াই ভালো।

**চুলের ধরন

 

কোঁকড়া বা ঢেউ খেলানো চুলের চেয়ে সোজা ও পাতলা চুল বেশি বার ধুতে হবে। সোজা চুল সহজেই সিবামে ভরে যায়। ফলে খুব দ্রুত চুল তেলতেলে হয়ে যায়।  ঘন, ঢেউ খেলানো বা কোঁকড়া চুল শুষ্ক হওয়ার প্রবণতা থাকে কারণ তেল চুলকে সহজে আবৃত করে না। চুলের সিবাম বা তেল কোঁকড়া চুল নরম থাকার জন্য খুব দরকারি। তবে এই ধরনের চুল অতিরিক্ত ধোয়া, বিশেষ করে ক্ষার জাতীয় শ্যাম্পু ব্যবহার চুলকে শুষ্ক করে তোলে। আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি অনুসারে, কোঁকড়া চুল যাদের তাদের প্রতি সপ্তাহে একবারের বেশি চুল ধোয়া উচিত নয়।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]