শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রানির অন্ত্যেষ্টিক্রিয়া: সোমবারের ফ্লাইট বাতিল করছে হিথ্রু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

রানির অন্ত্যেষ্টিক্রিয়া: সোমবারের ফ্লাইট বাতিল করছে হিথ্রু

লন্ডনের হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিকিয়ার কারণে সোমবার অন্তত ১৫ শতাংশ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে।

হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার সময় লন্ডনের আকাশ যেন শান্ত থাকে, তা নিশ্চিত করার জন্য এটি করা হচ্ছে।

 

সেজন্য বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। তার মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজের ১০০ ফ্লাইট এবং ভার্জিন আটলান্টিকের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রানির শেষকৃত্যের পর দুই মিনিটের জন্য নিরবতা পালন করা হবে। ওই সময়ের আগে এবং পরে সমস্ত উড্ডয়ন ও অবতরণ ১৫ মিনিটের জন্য বিলম্বিত হবে।

সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এক বিবৃতিতে তারা জানিয়েছে, রানির প্রতি সম্মানের জন্য সোমবার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে শব্দের ব্যাঘাত এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) নির্দেশিকা জারি করে জানিয়েছে, যেসব বিমান যাত্রীদের ফ্লাইট সোমবার হিথ্রু বিমানবন্দরের শিডিউল পরিবর্তনের কারণে বাতিল বা বিলম্বিত হবে, তারা আইনগতভাবে আর্থিক ক্ষতিপূরণ পাবেন না।

তবে যাত্রীরা চাইলে টিকিটের মূল্য ফেরত কিংবা পুনরায় টিকিট বুকিংয়ের সুবিধা নিতে পারবেন।
সূত্র: বিবিসি।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(207 বার পঠিত)
(191 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]