
মোঃ নাজমুল হক,: | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
গাজীপুর সদর উপজেলার পুষ্পদাম রিসোর্টে পুলিশের অভিযানে একজন আটক। দেয়াল টপকে পালিয়ে গেছে তিনজন। অসামাজিক কার্যকলাপের আলামত জব্দ করেছে পুলিশ।
রোববার (১৮ সেপ্টেম্বর ২০২২) রাত ৯টার দিকে এই অভিযান পরিচালিত হয়। রিসোর্টের জিএম খোকন ও ম্যানেজার জাকিরসহ অন্যান্য স্টাফরা পালিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (গাজীপুর সদর সার্কেল) সানজিদা আফরিন জানিয়েছেন, অসামাজিক কার্যকলাপের বিষয়ে প্রশাসনের অবস্থান জিরো ট্রলারেন্স। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য: এর আগেও গত দুই বছর আগে শুক্রবার (২৯ মে ২০২০) তারিখে পুষ্পদাম রিসোর্টে অসামাজিক কাজে লিপ্ত থাকায়, নারী পুরুষ ও দালাল সহ ১১ জনকে গেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল জয়দেবপুর থানা পুলিশ। ওই ১১ জনের মধ্যে চারজন পুরুষ, চারজন মহিলা এবং তিন জন দালাল ছিল। তারা সবাই কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছে বলে জানা যায়।
Posted ৪:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin