
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০টি রিং জাল ও পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে তিতাস নদী, বিল কুড়িবদ্ধ ও আড়িয়াজলা বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওইসব অবৈধ জাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওইসব অবৈধ জালের মূল্য হলো ৪ লাখ টাকা। পরে পৌর শহরের বড় বাজার ঘাট এলাকায় উদ্ধার হওয়া জালগুলো জন সম্মুখে পুড়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান। অভিযানে সহযোগিতা করে মৎস্য অফিসের সংশ্লিষ্ট লোকজনও পুলিশ প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম জানান, তিতাস নদী, বিল কুড়িবদ্ধ ও আড়িয়াজলা বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় পৃথক স্থান থেকে ৬০টি রিং জাল এবং পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে নদীর তীরে বড় বাজার ঘাটে ওইসব জাল পুড়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Posted ৭:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin