
মোঃ নাজমুল হক,: | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগার পার্ট-৪ এ বন্দি এক হাজতির বিয়ে দিয়েছেন কারা কর্তৃপক্ষ। সোমবার (১৯ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৩টায় আদালতের আদেশে এ বিয়ে দেওয়া হয়।
হাজতি বর হলেন নরসিংদী মাধবদী থানার নয়াকান্দি গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. সুজন (২১) আর কনে হলেন ঠাকুরগাঁও সদরের ছিটসিলা গ্রামের সফি ইসলামের মেয়ে রুমি আক্তার (২০)। কারাসূত্রে জানা যায়, ওই হাজতি সুজন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে কারাগারে বন্দি আছেন।
আদালতের আদেশ মোতাবেক কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল জলিল জানান, কারাগার থেকে বিয়ের কাবিননামা আদালতে পাঠিয়ে দেওয়া হবে। বিয়ের পর কনে ও বর পক্ষ বাসায় চলে গেছেন। হাজতি সুজন কারাগারেই রয়েছেন। পরবর্তী পদক্ষেপ আদালতের নির্দেশে নেওয়া হবে।
Posted ৫:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin