
নেত্রকোণা প্রতিনিধি | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
নেত্রকোনার দুর্গাপুরে ধানক্ষেতের পাশ থেকে মাজারুল ইসলাম সাইমন নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার কাকৈরগরা বাহরতলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাজারুল বাহরতলা গ্রামের দ্বীন ইসলামের ছেলে।
দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, মাজারুল বাহরতলা গ্রাম থেকে ঝাঞ্জাইল বাজার পর্যন্ত অটোরিকশা চালাতেন। মোবাইল কেনা নিয়ে বাবা-মায়ের সঙ্গে রাগ করে বেরিয়ে আর ফেরেননি। সকালে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠাই।
তিনি আরো বলেন, লাশটি ধান ক্ষেতের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় রশিও ছিল। বিষয়টি ক্ষতিয়ে দেখছি বলে জানান তিনি।
Posted ৭:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin