
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
জামালপুরের বকশীগঞ্জে সারজিনা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে বকশীগঞ্জ উপজেলার পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকার শমসের আলীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সারজিনা আক্তার একই এলাকার শমসের আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, সারজিনা আক্তার এ বছর সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি সানরাইজ এডুকেয়ার একাডেমির শিক্ষার্থী ছিলেন। রোববার সন্ধ্যায় কাউকে না জানিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করেন তিনি। অনেকক্ষণ তিনি বের হয়ে না আসলে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, লাশ উদ্ধার করে সোমবার সকালে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin