
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ির চাপায় নাঈম আহমেদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় তার বন্ধু সজীব গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকালে পৌরসভার সরকারি কলেজ গেটের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের কাজল মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, সকালে বন্ধু সজীবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ত্রিশালের বালিপাড়া থেকে শ্রীপুরে যাচ্ছিলেন নাঈম। পথে সরকারি কলেজ গেটের কাছে পৌঁছলে একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান নাঈম। এ সময় গুরুতর আহত হন সজীব। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ৭:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin