
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ঢাকার সাভারে ভাড়া বাসা থেকে এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। তবে এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত দম্পতি।
রোববার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর আরইবি রোড এলাকায় আসলাম মণ্ডলের বাড়ির একটি কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই কক্ষেই ভাড়া থাকতেন পালিয়ে যাওয়া ওই দম্পতি।
বাড়িওয়ালা আসলাম মণ্ডল জানান, তিন-চার মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে তার বাড়ির একটি কক্ষ ভাড়া নেন সবুজ ও জেসমিন। সবুজ রাজমিস্ত্রির কাজ করলেও জেসমিন ছিলেন গৃহিণী। গত শনিবার রাতে বাসায় দাদা শ্বশুর বেড়াতে আসবেন বলে জানান জেসমিন।
কিন্তু রোববার সন্ধ্যার দিকে ঘরে তালা দেখে সন্দেহ হয় তার। পরে দরজা ভেঙে ভেতরে বিছানার ওপর ওই বৃদ্ধের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে অভিযুক্ত ভাড়াটিয়া দম্পতির তথ্য ফরম বাড়িওয়ালার সংগ্রহে না থাকায় প্রাথমিকভাবে তাদের পরিচয় চিহ্নিত করা সম্ভব হয়নি।
আশুলিয়া থানার এসআই মিলন ফকির বলেন, ওই বৃদ্ধকে ওড়না দিয়ে গত রাতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে তার পরিচয় এখনো মেলেনি। দম্পতি পরিচয়ে বাসা ভাড়া নেয়া সবুজ ও জেসমিন ঘটনার পর থেকেই পলাতক। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধকে ডেকে এনে হত্যার পর পালিয়েছে ওই দম্পতি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Posted ৪:২০ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin