
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানীর তুরাগ এলাকার একটি কাশবন থেকে খুশি আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন তুরাগ থানার এসআই আসমা-উল হোসনা।
তিনি জানান, এদিন দুপুরের দিকে তুরাগ ১৬ নম্বর সেক্টর রোড নম্বর ২/ডি একটি খালি প্লটের কাশবন থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটিতে পচন ধরেছে।
নিহত নারীর বাড়ি বগুড়ায় বলে জানা গেছে। বর্তমানে তুরাগ নলভোগ এলাকায় একটি বাসায় হেলাল নামে এক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।
পরিবার থেকে জানা গেছে, ৫-৬ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরে সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে ঐ নারীর একাধিক স্বামীর সংবাদ পাওয়া গেছে। জাহিদ নামে তার এক স্বামী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলাও করেছেন।
পুলিশ জানায়, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Posted ২:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin