
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া আজ সোমবার রাষ্ট্রীয়ভাবে করা হবে। তাঁর শেষকৃত্যে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্থানীয় সময় সকাল ১১টায় দুই হাজার মানুষ উপস্থিত থাকবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানির প্রেসিডেন্ট, ইতালির প্রেসিডেন্ট এবং আইরিশ প্রেসিডেন্ট আজ রানির শেষকৃত্যে উপস্থিত থাকবেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর কিছু নেতা গত সপ্তাহেই গেছেন।
এ ছাড়া রানির শেষকৃত্যে অন্যান্য কমনওয়েলথ নেতাদের মধ্যে থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
ভারতের প্রতিনিধি হিসেবে থাকবেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশানকে পাঠানো হয়েছে।
সূত্র : বিবিসি।
Posted ১২:২২ অপরাহ্ণ | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin