
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
নারী সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক নেপাল ও শক্তিশালী বাংলাদেশ। ফাইনালে মাঠে নামার আগে লাল সবুজদের পরোক্ষভাবে হুমকি দিয়ে রেখেছেন নেপালের কোচ কুমার থাপা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কুমার বলেছেন, ‘নতুন একটি ইতিহাসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তাই আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না। আমরা ভাল ফুটবল খেলে সেই গল্প লিখতে চাই।’
টুর্নামেন্ট থেকে ভারতের বিদায়ে স্বাগতিক কোচের এমন উচ্ছাস। তিনি বলেন, ‘আমাদের সুযোগ ৯০ মিনিট। আমরা স্বাগতিক। কাপ এখানেই আছে, এখানেই রেখে দিতে চাই। দুই বছর এখানে ট্রফি এসেছে। আমি খুশী মেয়েদের সেমিফাইনালের খেলা দেখে।’
তিনি আরো বলেন, ‘আমরা সর্বশক্তি দিয়ে ট্রফি রাখতে চেষ্টা করবো। ইতিহাস লেখা হয় তা ভাঙ্গার জন্যই। বয়স ভিত্তিক খেলায় নেপাল হারলেও জাতীয় দলের খেলায় কিন্তু হেরেছে বাংলাদেশ। অবশ্য পেছনের কথা মনে করতে চাই না। দুদলই সেরা দল। খেলবেও সেরকম।’
এরপর কুমার বলেন, ‘ইমোশন ইজ হায়ার দেন প্রেশার। নেপালের জনগন ফুটবল নিয়ে খায়, ঘুমায়। তাদের উপস্থিতিতে ইমোশন কিংবা প্রেশার কাজ করবে না। তারা ভালো ফুটবল দেখবে আমাদের কাছ থেকে।’
নেপাল কোচ যোগ করেন, ‘সম্পর্ক বন্ধুত্বের হতে পারে। ময়দানের খেলায় বন্ধুত্ব নেই। এখানে থাকে জেতার প্রতিদ্বন্দ্বিতা। আমরা সেটাই করবো।’
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin