বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে রাতভর ভিড়, শেষকৃত্যে অংশ নিচ্ছেন বিশ্বনেতারা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

লন্ডনে রাতভর ভিড়, শেষকৃত্যে অংশ নিচ্ছেন বিশ্বনেতারা

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া আজ সোমবার রাষ্ট্রীয়ভাবে করা হবে। তাঁর শেষকৃত্যে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্থানীয় সময় সকাল ১১টায় দুই হাজার মানুষ উপস্থিত থাকবে।

রানির শেষকৃত্যের আগের রাতে লন্ডনের রাস্তায় হাজার হাজার মানুষ ভিড় করেছে। সারা রাত মানুষের জটলা দেখা গেছে লন্ডনে। রানির প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগেরও দাবি তুলেছে তারা।
রানির কফিন একনজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে হাজার হাজার মানুষ। সেই তালিকায় নারী-পুরুষ-নির্বিশেষে সব বয়সের মানুষের উপস্থিতি রয়েছে। অনেকে রাস্তার পাশে তাঁবু টাঙিয়ে অপেক্ষা করেছে।
আজ রানির শেষকৃত্যে বিশ্বের অন্তত ৫০০ নেতা উপস্থিত থাকবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল রবিবার লন্ডনে পৌঁছেছেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে একটি শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং ওয়েস্টমিনস্টার হলে রানির ‘লাইং ইন স্টেট’ আয়োজনে যোগ দিয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানির প্রেসিডেন্ট, ইতালির প্রেসিডেন্ট এবং আইরিশ প্রেসিডেন্ট আজ রানির শেষকৃত্যে উপস্থিত থাকবেন। 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর কিছু নেতা গত সপ্তাহেই গেছেন।

এ ছাড়া রানির শেষকৃত্যে অন্যান্য কমনওয়েলথ নেতাদের মধ্যে থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

ভারতের প্রতিনিধি হিসেবে থাকবেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশানকে পাঠানো হয়েছে।

 

সূত্র : বিবিসি।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২২ অপরাহ্ণ | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(217 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]