শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা

কুমিল্লা প্রতিনিধি   |   সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। রোববার রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাজগড্ডায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা কায়সার হামিদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কুমিল্লা নগরীর চক বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি)।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান সোমবার সকালে জানান, রোববার রাত ১১টার দিকে বাজগড্ডা বাজার সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কায়সার হামিদ। একপর্যায়ে তার ওপর হামলা করা হয়। এতে তিনি মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

থানার ওসি জানান, পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা করা হবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

স্থানীয় বাজগড্ডা বাজার সংলগ্ন মহসিন, ইমন ও লিটনের সঙ্গে ফয়সাল, ইমরান, জামাল, সাইফুল, ফারুক ও মিজানের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে রোববার রাতে হামলার ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে কুমিল্লা নগরীর চকবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ কাইছার হামিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ইমরান ধারাল অস্ত্র দিয়ে ঐ পুলিশ কর্মকর্তাকে কোপ দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]