
কুমিল্লা প্রতিনিধিঃ | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
কুমিল্লার দাউদকান্দিতে এক কিশোরীকে মিরাজ নামে এক যুবক ৫ সহযোগী নিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
আটকৃতরা হলো মোহাম্মদ আলীর ছেলে মিরাজুল ইসলাম মিরাজ, মৃত তাজুল ইসলামের ছেলে অপু ও মৃত বারেক মিয়ার ছেলে মোখলেস। তারা সবাই দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগলিয়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ধষণের শিকার মেয়ের বাবা ৬ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে বলে জানিয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পশ্চিম হুগলিয়া গ্রামের জঙ্গল থেকে ধর্ষণের শিকার কিশোরীকে পুলিশ উদ্ধার করে।
দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল জানান, ৩ ধর্ষককে আটক করেছে পুলিশ। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৪:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin