
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
মিয়ানমার সীমান্তের পরিস্থিতির কারণে উৎকণ্ঠা কিছুতেই কাটছে না। কয়েক দিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে গোলাগুলি। আর এবার নাফ নদীর ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ার বিপরীতে নাফের ওপারে ব্যাপক গোলাগুলি হচ্ছে। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। সীমান্তের দুটি পয়েন্টে ব্যাপক গোলাগুলি হচ্ছে। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী।
মিয়ানমার থেকে বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে, মিয়ানমারের সামরিক কাউন্সিল দেশের সীমান্ত এলাকাগুলোতে সামরিক উপস্থিতি জোরদার করছে। সীমান্ত এলাকায় বসবাসকারী বেসামরিক এলাকায় সামরিক জেট এয়ারক্রাফট থেকে গোলাবর্ষণ করা হচ্ছে। প্রতিদিনই প্রাণহানি ঘটছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের কাছে সীমান্ত পরিস্থিতি তুলে ধরেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার নিউ ইয়র্কে পৌঁছবেন। সেখানে তিনি বিভিন্ন বৈঠকে ও বক্তব্যে রোহিঙ্গা সংকট এবং সীমান্ত পরিস্থিতির কথা বিশ্বের সামনে তুলে ধরবেন।
Posted ৬:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin