
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫০ কেজি গাঁজাসহ মো. রাব্বী খাঁ নামে ২৮ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ঈদগাহ মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক রাব্বী কসবার আকছিনা এলাকার মো. গোলাফ খাঁর ছেলে।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর ঈদগাহ মাঠের পাশে অভিযান চালিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশাসহ রাব্বীকে আটক করা হয়। এ সময় অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুই বস্তায় রাখা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, কসবা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বিক্রি করতেন আটক রাব্বী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Posted ৩:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin