
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
মেক্সিকোর পূর্বাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় এ কম্পন অনুভূত হয়। এতে একজনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। খবর আল-জাজিরার
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মাটির ১৫ কিলোমিটার গভীরে ছিল।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর এক ভিডিওবার্তায় জানান, ভূমিকম্পে দেয়াল ধসে প্যাসিফিক বন্দর মানজানিলোতে একজনের মৃত্যু হয়েছে।
সিটি মেয়র ক্লাউদিয়া শেনবাম জানান, ভূমিকম্পে রাজধানীজুড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
অতীতে ১৯ সেপ্টেম্বর আরও দুটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল মেক্সিকোতে। ১৯৮৫ ও ২০১৭ সালের এই দিনে দেশটির রাজধানীতে ভূমিকম্প আঘাত হেনেছিল।
২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে ৩৫০ জনের মৃত্যু হয়। এই একই দিনে ১৯৮৫ সালের ভূমিকম্পে হাজার মানুষের মৃত্যু হয়।
আল-জাজিরার রিপোর্টার জন হলম্যান বলেন, মেক্সিকোর বাসিন্দারা সোমবারের ভূমিকম্পকে অদ্ভূত হিসেবে উল্লেখ করেছেন।
রাষ্ট্রীয় জননিরাপত্তা বিভাগ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সুনামির সতর্কতা জারি করলেও মেক্সিকোর জাতীয় সিভিল ডিফেন্স এজেন্সি তা নাকচ করে দিয়েছে।
Posted ৩:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin