
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
চট্টগ্রামের মীরসরাইয়ে শহিদুল ইসলাম আকাশ নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের চিনকির হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ একই ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় নিজ দোকানে আকাশকে কুপিয়ে আহত করেন একই এলাকার মামুন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানেই রাত ৯টার দিকে তিনি মারা যান।
জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই বাতেন বলেন, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জেনেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
Posted ৩:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin