
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
গত ১৬ সেপ্টেমবর মুক্তি পেয়েছে সাইদুল ইসলাম পরিচালিত “বীরত্ব” চলচ্চিত্রটি। ইমন, সালওয়া, নিপুণ অভিনীত “বীরত্ব” সম্পাদনা করেছেন মাহফুজুল হক আশিক। মুক্তির পর থেকেই চলচ্চিত্রটি নির্মাণশৈলীর পাশাপাশি এর সম্পাদনাও বেশ প্রশংসিত হচ্ছে। আশিকের সম্পাদিত প্রতিটি চলচ্চিত্রই সম্পাদনার গুণে হয়ে উঠেছে অনন্য।
গত এক দশকের কর্মজীবনে মাহফুজুল হক আশিক সম্পাদনা করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্র। তার মধ্যে উল্লেখযোগ্য প্রসুন রহমানের “সুতপার ঠিকানা”, জন্মভূমি, ডিয়ার সত্যজিত (মুক্তির অপেক্ষায়)। এছাড়াও রয়েছে তৌকির আহমেদের “অজ্ঞাতনামা”, কামার আহমেদ সাইমনের “শুনতে কী পাও” ওয়েব ফিল্ম “শেষ চিঠি” ইত্যাদি।
কামার আহমেদ সাইমনের “শুনতে কী পাও” চলচ্চিত্রের মাধ্যমে কর্মজীবন শুরু করেন আশিক। বর্তমানে মাহফুজুল হক আশিক “প্রাণ-আরএফএল গ্রুপ’এ সিনিয়র ভিডিও এডিটর হিসাবে কর্মরত আছেন। উল্লেখ্য প্রাণ-আরএফএল গ্রুপ বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বিজ্ঞাপণ নির্মাণ করে থাকে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি, বিজ্ঞাপণ, স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রও সম্পাদনায়ও পারদর্শী আশিক। স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র “দ্যা লাস্ট উইশ”র জন্য ২০২১ সালে “Cult International Film Festival” India, ” International Open Film Festival” USA, এবং Gully International Film Festival, India থেকে “Best Editor” এর পুরস্কার জেতেন। সম্পাদনার পাশাপাশি নির্মাণেও প্রবল আগ্রহ রয়েছে মাহফুজুল হক আশিকের। ২০১৫ সালে তার নির্বাচিত প্রামান্যচিত্র “A Day With a Slum Dweller” ভারত, আমেরিকা সহ আরো কয়েকটি দেশে।
Posted ৭:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin