
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। আলজাজিরা জানিয়েছে, এতে অন্তত একজন নিহত হয়েছে এবং আগের দুই ভূমিকম্পের বার্ষিকীতে দেশটিতে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এর আগে ১৯৮৫ ও ২০১৭ সালে দিনটিতে বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছিল মেক্সিকোতে।
স্থানীয় সময় সোমবার বেলা ১টার দিকে ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিচোয়াকান ও কোলিমা রাজ্যের সীমান্ত এলাকা ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার।
মেক্সিকো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মানজানিলোতে একটি দোকানের ছাদ ধসে পড়ে একজনের মৃত্যু হয়েছে। মিচোয়াকান রাজ্যে বেশ কিছু হাসপাতালে ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের সময় একটি হাসপাতালে কাচ ভেঙে পড়ে একজন জখম হয়েছে।
ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ভূমিকম্পের পর অঞ্চলটিতে সুনামির সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার পূর্বাভাসে জানায়, ৯ ফুট পর্যন্ত উঠতে পারে সাগরের ঢেউ। সে কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
সূত্র: আলজাজিরা।
Posted ৫:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin