
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
আনুষ্ঠানিকতায় ভরপুর অন্তেষ্ট্যিক্রিয়ার পর সোমবার স্থানীয় সময় সন্ধ্যার পর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন উইন্ডসর ক্যাসেল প্রাঙ্গনের সেন্ট জর্জ চ্যাপেলের রাজকীয় ‘ভল্টে’ নামানো হয়। এর কিছু পরই একান্ত পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে তার মরদেহ স্বামী ও অন্যান্য রাজন্যের সমাধির পাশে সমাহিত করা হবে। এর মধ্য দিয়ে দীর্ঘ শোক, শ্রদ্ধা ও প্রার্থনা পর্বের মধ্য দিয়ে চোখের সামনে থেকে চিরদিনের মতো অন্তরালে যাবেন রানি। ঠাঁই পাবেন ইতিহাসের পাতায়।
রাজা জর্জ ষষ্ঠ মেমোরিয়াল চ্যাপেলে বাংলাদেশ সময় মধ্যরাতের কিছু পরেই রানির সমাহিতকরণ সম্পন্ন হওয়ার কথা। এ কার্যক্রমের বিশদ বিবরণ প্রকাশ করা হয়নি। বাকিংহাম প্যালেস এটিকে ‘একান্ত নিজস্ব পারিবারিক উপলক্ষ’ বলে অভিহিত করেছে। পারিবারিক এ পর্ব টিভিতে সম্প্রচারিত হবে না। থাকবে না মিডিয়ার প্রবেশাধিকার। সেন্ট জর্জেস চ্যাপেলে সমাহিত করা হয়েছে আগের দশজন রাজা-রানিকে।
এর আগে সোমবার সকালে ওয়েস্টমিনস্টার অ্যাবি গির্জায় রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। এ ভবনেই রানির বিয়ের অনুষ্ঠান হয়েছিল। তার অভিষেকও হয়েছিল এখানেই।
ওয়েস্টমিনস্টার অ্যাবি থেকে রানির মরদেহ উইন্ডসরে নিয়ে যাওয়ার সময় পথের দুপাশে দাঁড়িয়ে বহু মানুষ তাকে শেষ বিদায় জানায়।
সোমবার থেকে আরও এক সপ্তাহ চলবে রাজকীয় শোক। ২৬ সেপ্টেম্বর তা শেষ হবে। সূত্র: বিবিসি
Posted ৬:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin