
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ডামুড্যায় লামিয়া নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার দারুল আমান ইউনিয়নের বকুলতলা এলাকার পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লামিয়া (৭) দারুল আমান ইউনিয়নের বড় ব্রিজ ঘাট এলাকার হাবিব ব্যাপারীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়াকে বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। না পাওয়ায় মাইকিং করা হয়। পরে রাত ৮টার দিকে বকুলতলা এলাকার পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। লামিয়ার শরীরের বেশ কিছু জখমের দাগ রয়েছে। তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লামিয়ার নানি আনোয়ারা বেগম বলেন, বিকেল লামিয়া আমাদের বাড়ি থেকে আসে। আসার পর দোকানে যায় চাপাতা আনতে। এর পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। মাইকেও এই ঘোষণা দেওয়া হয়। পরে তার লাশ উদ্ধার করা হয় পুকুর পাড় থেকে। আমার নাতিনকে কারা যেন মেরে ওখানে ফেলে রেখে যায়। আমি এর বিচার চাই।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি শরীফ আহমেদ বলেন, আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৬:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin