
নোয়াখালী প্রতিনিধিঃ | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
নোয়াখালীর সোনাইমুড়ী পৌর শহরের রামপুর এলাকায় বাসের ধাক্কায় খোরশেদ আলম সিকদার নামে ৫৫ বছরের এক সাংবাদিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ উপজেলার দেওটি ইউনিয়নের আনন্দিপুর গ্রামের হামিদ উল্যাহ পণ্ডিত বাড়ির মো. ইদ্রিসের ছেলে। তিনি দৈনিক দিনকালের সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় পেশাগত কাজে সোনাইমুড়ী বাজার থেকে পার্শ্ববর্তী চাষিরহাট বাজারে যাচ্ছিলেন শিকদার। রামপুর এলাকায় পৌঁছালে মাইজদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাল সবুজ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী পপুলার হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশীদ বলেন, ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Posted ৩:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin