
নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
বিনা টিকিটে রেলে ভ্রমণের সময় ২৫ যাত্রীকে জরিমানা করা হয়েছে। এ সময় তাদেরকে ভাড়াসহ ৩০ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুরে এ জরিমানা করেন পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার জানান, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে চেকিংয়ের ২৫ জনকে টিকিট ছাড়া পাওয়া যায়। তাদের কাছ থেকে ভাড়াসহ ৩০ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ৪:৫২ অপরাহ্ণ | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin