
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আদনান খালিদ মিথুনের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, মিথুন একটি কক্ষে বসে ইয়াবা সেবন করছেন। পাশে বসে তাঁকে সহযোগিতা করছেন একজন। কিন্তু ওই ব্যক্তির চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়ায় তাঁকে শনাক্ত করা যায়নি।
নাম গোপন রাখার শর্তে বেতাগী উপজেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানান, মিথুন শুধু মাদক সেবনই করেন না, মাদকের কারবারেও জড়িত।
ভিডিওর বিষয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি বি এম আদনান খালিদ মিথুন বলেন, ‘এটা আমরা শীতের সময়ে কয়েকজন মিলে ফান করতেছিলাম। এর মধ্য থেকে সাম হাউ কেউ এটা অন্যভাবে করছে।’
বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ‘ভিডিওটির বিষয়ে আমরা শুনেছি। ভিডিওটি দেখে আমরা তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’
Posted ৬:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin