
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চাচা-ভাতিজাসহ তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার সকালে গফরগাঁও উপজেলার পাগলা থানার লামফাইল এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত, তার ভাতিজা মো. ইয়াছিন এবং হোসেনপুর উপজেলার সিদলা তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে মো. শামীম।
জানা যায়, সকালে নৌকাডুবির ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে পাগলা নামখাইল এলাকায় চাচা অ ভাতিজার লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করে। প্রায় একই সময়ে শামীমের লাশ উদ্ধার করা হয়।
গত সোমবার বিকেলে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচরের পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এ নৌকাবাইচ দেখতে গিয়ে দুইটি নৌকা ডুবির ঘটনায় তিনজন নিখোঁজ হন।
হোসেনপুরের ইউএনও রাবেয়া পারভেজ জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ৯:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin