
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
মোবাইলে সিম বা সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল সিম ব্যবহার করা হয়। বর্তমানে সিম ব্যবহার করতে হলে সেটি রেজিস্ট্রেশন করতে হয়। যে কেউ তার নিজের ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে পারেন। আপনি জানেন একটি এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধন করার আইনি বৈধতা আছে?
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঘোষণা অনুযায়ী, একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা যায়। আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটা যদি না জানেন তাহালে এই প্রতিবেদনটি আপনার জন্য সহায়ক হবে।
একজনের এনআইডি ব্যবহার করে মোট কতটি সিম রেজিস্ট্রেশন হয়েছে, নিরাপত্তার জন্য তা জানা উচিত। কেননা আপনার পরিচয় পত্র ব্যবহার করে অন্য কেউ সিম ব্যবহার করে অপরাধ মূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে।
সিম নিবন্ধন যাচাই করার উপায়
আপনাকে *১৬০০১# ডায়াল করতে হবে। এই নম্বর ডায়াল করার পর ফিরতি মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষের চারটি সংখ্যা দিতে বলবে। এরপর এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা সাবমিট করে সেন্ড করুন। ফিরতি মেসেজে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমগুলোর নম্বর দেয়া হবে।
এখানে প্রিপেইড বা পোস্টপেইড যেই সিমই হোক না কেন সব নম্বর দেখাবে। তবে নম্বরগুলো সম্পূর্ণ দেবে না। প্রতিটি নম্বরের শুরুর তিন ডিজিট এবং শেষের তিন ডিজিট দেখাবে। ঠিক অনেকটা এ রকম ৮৮০১৭*****১২৩।
এছাড়াও আলাদা আলাদা সিমের মাধ্যমে ডায়াল করে এ তথ্য জানা যাবে।
সেগুলো হলো-
গ্রামীণফোন টাইপ ‘info’ সেন্ড করুন 4949 গ্রামীণফোন টাইপ ‘Reg 17 Digit NID Number’ সেন্ড করুন 4949
বাংলালিংক ডায়াল *1600*2# এবং ডায়াল *1600*1#
রবি ডায়াল *1600*3# এবং *1600*1#
এয়ারটেল ডায়াল *121*4444# টেলিটক টাইপ ‘info’ সেন্ড করুন 1600
এই সেবা নেয়ার জন্য কোনো চার্জ দিতে হয় না।
Posted ৬:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin