
মো.আব্দুল্লাহ আল মামুন, কালিয়াকৈর প্রতিনিধি: | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
গাজীপুরে কালিয়াকৈর উপজেলা চত্বরের সামনে থেকে মীনা দিবস উদযাপন উপলক্ষে এক র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার দুপুরে এ র্যালি হয়। র্যালিটি পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক, পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলারা রহমানসহ বিভিন্ন স্কুলে শিক্ষক ও ছাত্রছাত্রীরা। মীনা দিবস উপলক্ষে একশ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ৫:১০ অপরাহ্ণ | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin