
গাজীপুর প্রতিনিধি: | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে শনিবার দিনব্যাপী “বিনোদন সফর” শিরোনামে নদী ও পরিবেশ ভ্রমণ সম্পন্ন হয়েছে। ক্লাবের প্রায় ৪০ জন সদস্য ভ্রমণে যুক্ত ছিলেন।
শনিবার সকাল সাড়ে আটটায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ রোডস্থ প্রেসক্লাব ভবন থেকে সাংবাদিকেরা এ ভ্রমণের যাত্রা শুরু করেন। চারটি মাইক্রোবাসে সাংবাদিকেরা প্রথমে কিশোরগঞ্জ জেলার বালিখোলা হাওড় ঘাট এলাকায় পৌঁছেন। সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকাযোগে মিঠামইন থানা এলাকার হাওড় ঘাটে দুপুর ১টার দিকে পৌঁছান। ওই এলাকার কাঁচালংকা রেস্টেুরেন্টে মধ্যাহ্নভোজশেষ করা হয়। পরে সাংবাদিকগণ স্থানীয় বাহনে হাওড়ের নয়ানাভিরাম প্রাকৃতিক জলাশয়েরসরু সড়ক দিয়ে ইটনা থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন এবং বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। ফেরার পথে অষ্টগ্রাম থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শনশেষে সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জের বালিখোলার উদ্দেশে যন্ত্রচালিত নৌকায় চড়ে দিনব্যাপী ভ্রমন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
গাজীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মাসুদুল হক এবং সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন দিনব্যাপী “বিনোদন সফরে”র নেতৃত্ব দেন।
Posted ৫:০১ অপরাহ্ণ | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin