
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
বাগদান সারলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের কন্যা ইরা খান। বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে এ তথ্য নিজেই জানিয়েছেন এই তারকা সন্তান।
ভিডিওতে দেখা যায়, দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরে ফিল্মি কায়দায় ইরাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। ভিডিওটি পোস্ট করে ইরা লিখেছেন, পপিই: সে হ্যাঁ বলেছে। ইরা: হেহে আমি হ্যাঁ বলেছি।
ইরার সেই পোস্টে তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন বার্তায় ভরে গেছে। ফাতিমা সানা শেখ, যিনি আমির খানের সঙ্গে থাগস অফ হিন্দুস্তান এবং দঙ্গল-এ কাজ করেছেন, তিনি পোস্টটিতে মন্তব্য করেছেন, এটি আমার দেখা সবচেয়ে মিষ্টি জিনিস। উফ। নূপুর শিখরে এত ফিল্মি উফ।
সানিয়া মালহোত্রা, যিনি দঙ্গল-এ আমির খানের সঙ্গে কাজ করেছিলেন। তিনি লিখেছেন: ‘ওয়াউ ইরু অভিনন্দন।’
অভিনেত্রী হুমা কুরেশি লিখেছেন: ‘তোমাদের দুজনকেই অভিনন্দন।’ ভালোবাসার ইমো দিয়ে রিয়া চক্রবর্তীর লেখেন, ‘তোমাদের অভিনন্দন।’
এমন নানা অভিনন্দন বার্তার মন্তব্যে ছেয়ে গেছে ইরার পোস্ট।
জিম প্রশিক্ষক নূপুরের সঙ্গে দুই বছর ধরে সম্পর্কে রয়েছেন ইরা। নিজেদের সম্পর্ক নিয়ে কোনোদিনই লুকোছাপা করেননি আমিরকন্যা। প্রায়দিনই একসঙ্গে সময় কাটানোর নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
Posted ৭:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin