
নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী সালেহ আহমাদ তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
নিজের ফেসবুকে তাকরিমের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘বাংলাদেশি কোরআনে হাফেজ সালেহ আহমদ তাকরিমের বিশ্বজয়। তাকরিম, ২০২২ সালে পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১১১টি দেশের অংশগ্রহণকারীদের মধ্যে ৩য় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনে। ছোট্ট তাকরিমের জন্য অভিনন্দন-ভালোবাসা…’
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাকরিমকে বহনকারী উড়োজাহাজ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে শুভেচ্ছা জানাতে হাজারো মানুষ বিমানবন্দরে সমবেত হন। এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের পক্ষ থেকে বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ধর্ম মন্ত্রণালয়।
তাকরিমের এই অর্জন স্পর্শ করেছে দেশবাসীকে। দেশের ক্রিকেটার থেকে শোবিজ তারকারাও তাকরিমকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন।
তৃতীয় স্থান অর্জনকারী তাকরিমকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
প্রসঙ্গত, টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে সালেহ আহমাদ তাকরিম। সে রাজধানীর ‘মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী মাদরাসা’র কিতাব বিভাগের শিক্ষার্থী।
এর আগে গত মার্চে ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন সালেহ আহমাদ তাকরিম।
Posted ৭:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin