
নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
জামালপুরের সরিষাবাড়িতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে জাহিদুল নামে ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাহিদুল একই গ্রামের হবিবর রহমানের ছেলে।
জাহিদুলের বড় ভাই শেখ ফরিদ বলেন, সকাল ৮টার দিকে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে কুলপাল চরে ধান রোপণ করছিলেন জাহিদুল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Posted ৭:২০ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin