নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
তরুণ নাট্য নির্মাতা, সংস্কৃতিকর্মী সাখাওয়াত মানিক মারা গেছেন।
নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলনে, শনিবার রাত ৮টার দিকে পাবনায় নিজ বাড়িতে মারা যান সাখাওয়াত মানিক। তিনি দীর্ঘদিন ধরে হেপাটাইটিস-বি আক্রান্ত ছিলেন।
সাখাওয়াত মানিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। তারকারা তার বিদেহী আত্মার মাগরেফরাত কামনা করে ফেসবুকে শোকগাঁথা স্ট্যাটাস তুলে ধরছেন।
সাখাওয়াত মানিক পরিচালিত উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’। একক নাটকের মধ্যে আছে- আজ শফিকের বিয়ে, তবুও ভালোবাসি, প্রিয়জন, ব্ল্যাক কফি, কেন মিছে নক্ষত্ররা, তৃষ্ণা, অপরাহ্ণ, হাইড স্টোরি, ঠিকানা ভুল ছিল, হোম মেইডসহ আরও নাটক।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৫ সেপ্টেম্বর) পাবনার বেড়া থানার পেঁচাকোলা গ্রামে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন হবে। চার বোন, দুই ভাইয়ের মধ্যে মানিক ছিলেন সবার বড়।
Posted ৩:০০ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin