
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
সম্প্রতি রাশিয়ার হাত থেকে ছাড়া পাওয়া ব্রিটিশ নাগরিক আইডেন আসলিন বলেছেন, তার সঙ্গে ‘কুকুরের চেয়েও খারাপ আচরণ’ করেছে রুশরা। পাঁচ মাস অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছিল তাকে। প্রচণ্ড শীতে দেওয়া হয়নি গরম কাপড়।
ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা সানকে গতকাল রবিবার দেওয়া এক সাক্ষাত্কারে আসলিন বলেন, তাকে এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয়। এরপর জিজ্ঞাসা করা হয়, তিনি ‘সুন্দর মৃত্যু’, নাকি দ্রুত মৃত্যু চান। প্রতি সকালে বন্দিদের বাধ্যতামূলকভাবে রাশিয়ার জাতীয় সংগীত গাইতে হতো। আসলিন বলেন, ‘গাইতে না চাইলে শাস্তি পেতে হতো। মারধর করা হতো।’
একবার শুধু রুটি আর পানি খেয়ে তিন সপ্তাহ কাটাতে হয়েছিল বলেও জানান আসলিন। তিনি আরো বলেন, এক পর্যায়ে গিয়ে কলের পানি পেতে কাকুতি-মিনতি পর্যন্ত করতে হতো।
সম্প্রতি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দিবিনিময়ে মধ্যস্থতা করে সৌদি আরব। এরপর গত বুধবার বিকেলে পাঁচ ব্রিটিশসহ কয়েক দেশের ১০ বন্দিকে মুক্তি দেয় রাশিয়া। এছাড়া বেশ কিছু ইউক্রেনীয়ও মুক্তি পায়। যুদ্ধ শুরুর পর থেকে এটাই ছিল দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় বন্দিবিনিময়ের ঘটনা।
Posted ৫:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin